National Center for Cervical & Breast Cancer Screening & Training

info

জনসংখ্যা ভিত্তিক রেজিস্ট্রেশন ও রেফারাল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

উপজেলা পর্যায়ে ৫,৫০০ কমিউনিটি ক্লিনিকের মোট ১৬,৫০০ জন সিএইচসিপি/ এইচএ/ এফডব্লিউএ কে জনসংখ্যা ভিত্তিক স্ক্রীনিং প্রোগ্রাম/ রেজিস্ট্রেশন ও রেফারেল সিস্টেমের উপর ১ দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। কমিউনিটি পর্যায়ে স্ক্রীনিং সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি, মহিলাদের তথ্য সংগ্রহ, সংগৃহীত তথ্য DHIS2 এ লিপিবদ্ধ করা ও ফলোআপের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

কমিউনিটি ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ক্যাম্প ও সচেতনতামূলক কার্যক্রম

প্রকল্পটি নতুন প্রতিষ্ঠিত কেন্দ্র ছাড়াও দূর্গম এলাকা, অনগ্রসর ও নিম্ন সুবিধাপ্রাপ্ত এলাকাসমুহে স্ক্রীনিং ক্যাম্প পরিচালনা করে। এছাড়া ইলেকট্রনিক মিডিয়ার বিজ্ঞাপন প্রদান, মাইকিং, বিলবোর্ড স্থাপন, ব্রুশিয়ার বিলি করন সহ নানাবিধ সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা হয়।

ভাইরোলজিস্ট, প্যাথলজিস্ট, মেডিকেল টেকনলজিস্ট ও যন্ত্রপাতি ব্যবস্থাপনার প্রশিক্ষণ

বিদেশী প্রশিক্ষকের সহায়তায় ২ দিন ব্যাপী যন্ত্রপাতি ব্যবস্থাপনার প্রশিক্ষণের আয়োজন করে। এই প্রশিক্ষণের আওতায় বিভিন্ন কল্পস্কোপি কেন্দ্রের ৮৪ জন নার্স ও সেই হাসপাতালের টেকনিশিয়ানকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও প্রকল্পের আওতায় ভাইরোলজিস্ট, প্যাথলজিস্ট ও মেডিকেল টেকনলজিস্টগণের প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা রয়েছে। 

মনিটরিং

DHIS2 এর মাধ্যমে সারা দেশে ভায়া ও সিবিই কেন্দ্র এবং রেফারাল কেন্দ্রগুলোতে স্ক্রীনিং, ডাটা ট্রাকিং, চিকিৎসা ও ব্যবস্থাপনার মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এই মনিটরিং ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের ম্যানেজারগণ কার্যক্রমকে মনিটরিং ও সুপারভিশন করতে পারেন।